মেমারি ২: জাবুই এলাকায় , এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, সোমবার বেলায় দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তে
জাবুই এলাকায় , এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, সোমবার বেলা সাড়ে বারোটায় দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তে, ঘটনাটি ঘটে গতকাল রবিবার দিন। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম অভিজিৎ চক্রবর্তী। বাড়ি মেমারি থানার অন্তর্গত মেমারি দুই নম্বর ব্লকের জাবুই এলাকায়। গত রবিবার, বাড়ির পাশে একটি বাগানে একটি গাছের নিচে রক্তাক্ত দেহ উদ্ধার হয়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।