ওন্দা: পুনিশোল সম্মেলনী সংঘের পরিচালনায় দলীয় নকআউট রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা হল বনপাড়া মাঠে
Onda, Bankura | Nov 11, 2025 ওন্দার পুনিশোল সম্মেলনী সংঘের পরিচালনায় ১৬ দলীয় নকআউট রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের প্রথম খেলা হয়ে গেল বনপাড়া ফুটবল মাঠে। এ দিনের খেলাতে মুখোমুখি হয় বাড়বাকড়া ফুটবল টিম ছাতনা ও এ.কিং কেঠারডাঙ্গা নির্ধারিত সময় খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়. টাইবেকারে বাড়বাকড়া ফুটবল টিম, চার তিন গোলে জয়লাভ করে.