সোনামুখী: পাঁচাল পঞ্চায়েতের জঙ্গলের একটি বৃহৎ অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে আনল খাগ জুনিয়ার হাই ইস্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা
সোনামুখী ব্লকের পাঁচাল পঞ্চায়েতের খাগ জুনিয়ার হাই ইস্কুল সংলগ্ন জঙ্গলের একটি বৃহৎ অংশে আগুন লেগে যায় আর সেই আগুন নিয়ন্ত্রণে আনল খাগ জুনিয়ার হাই ইস্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা । পরে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন । খাগ জুনিয়ার হাই ইস্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সোনামুখী বন দপ্তর ।