বর্ধমান ১: নতুন বাইকে চড়ে অফিস যাওয়ার পথে শহর বর্ধমানের সদরঘাট এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির
নতুন বাইকে করে অফিস যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মারা গেল এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম হৃত্বিক মন্ডল,, বয়স ৩৪ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারিথানার বেগুট গ্রামে ,, সে খরগপুরে সরকারি চাকরি করতো ।পরিবার সূত্রে জানা যায় গতকালই সে একটি নতুন বাইক কেনে এবং বাইক কেনার পর আজ সকালে নতুন বাইকে করে খড়্গপুরে অফিসে চাকরিতে যোগদান করতে যাচ্ছিলো,আজ অফিসে যাওয়ার পথে বর্ধমানের সদরঘাট এলাকায় বাসে ধাক্কায় গুরুতর জখম হয় ঋত্বিক মন্ডল। বর্ধমান থানার পুলিশ তাকে উদ্ধার করে