শান্তিপুর: মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আশ্বাসী সার আজ পর্যন্ত গাথা হয়নি একটা ইট ও বলছেন প্রাক্তন সদস্যর
Santipur, Nadia | Nov 17, 2025 কালনা ভায়া শান্তিপুর ব্রিজের জন্য জেলা পরিষদ ২০১৭ সাল থেকে শুরু করলেও আজ ও বেশ কিছু পরিবার জমি ব্রীজের জন্য দিলেও টাকা পাননি। সামনে ২০২৬ শে বিধানসভার ভোট রাজ্যর মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন ২০২৬ এ ব্রিজ উদ্বোধন করব। কিন্তু আজ পর্যন্ত একটা ইট পর্যন্ত গাথা হয়নি। অথচ জমির শ্রেণী পরিবর্তন করে আমাদের দলেরই বেশ কিছু নেতা টাকা আত্মসাৎ করেছে। আমরা চাই উচ্চ পর্যায় তদন্ত হোক। আজ বেলা বারোটা নাগাদ এমনই জানালে