শান্তিপুর: আজ ভোর রাতে শান্তিপুর বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু এক বছর ৩৮ এর এক ব্যক্তির
Santipur, Nadia | Nov 24, 2025 আজ ভোর রাতে শান্তিপুর বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, ভোররাতে দুর্ঘটনায় মৃত্যু শান্তিপুরে বাইপাসে বছর ৩৮ এর গুরুপদ দাসের, তিনি একজন মুঠে ছিলেন, বিভিন্ন গাড়িতে মাল লাগানোর কাজ করতেন। আজ ভোর নাগাদ এক ভারী যানবাহনের সাথে ধাক্কা লাগে ঘটনার সাথে সাথে তাঁর মৃত্যু হয়। ভোররাতেই শান্তিপুর থানার পুলিশ গুরুপদকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে আসে, সেখান থেকে ময়না তদন্তের জন্য শান্তিপুর থানায় নিয়ে এলে শান্তিপুর থানার পুলিশ রানাঘাট পুলিশ মর্গে পাঠান