পিংলা: দুজিপুর ও গোপীনাথপুরে একাধিক ব্যাক্তিকে নোটিস সেচ দপ্তরের
সোমবার দুপুর বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুর ও গোপীনাথপুর এলাকায় সতাহিক ব্যক্তিকে নোটিশ দিল সেচ দপ্তর। শেষ দপ্তরের ক্যানেল এর ওপর দীর্ঘদিন ধরে বসবাস করে রয়েছে ওই সমস্ত পরিবারগুলি। নোটিশ পেতেই তারা চিন্তিত হয়ে পড়ে। শেষ দপ্তর সূত্রে খবর সাতদিন সময় দেয়া হয়েছে তার মধ্যে যদি কোন রকম কোনো কাগজপত্র না দেখাতে পারি তাহলে শেষ দপ্তর জায়গা ছেড়ে দিতে হবে।