কুমারগ্রাম: কাঞ্চিবাজার এলাকায় অভিযান চালিয়ে 100 CFT চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল (ইস্ট) রেঞ্জ
চোরাই কাঠ পাচার রুখতে অভিযানে নেমে বড় ধরনের সাফল্য পেল বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল (ইস্ট) রেঞ্জ। কুমারগ্রাম ব্লকের কাঞ্চিবাজার এলাকা থেকে ১০০ সিএফটি চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করেছেন বনকর্মীরা। ওই পরিমাণ চোরাই কাঠের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা। বৃহস্পতিবার বন বিভাগ সূত্রে এই খবর জানা গিয়েছে।যজানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাত থেকে অভিযান শুরু করেন কামাখ্যাগুড়ি মোবাইল (ইস্ট) রেঞ্জের বনকর্মীরা।