কুমারগ্রাম: দক্ষিণ তেলিপাড়ায় বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, জেলা হাসপাতালে হল দেহের ময়নাতদন্ত
মঙ্গলবার দক্ষিণ তেলিপাড়া এলাকায় বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল।জানা গিয়েছে, মৃতার নাম পার্বতী কুণ্ডু(৪৫)। এদিন বাড়িতে পার্বতী কুণ্ডুকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে দেন। কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।