কুমারগ্রাম: মাঝেরডাবরির মুসলিমচর এলাকায় বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝেরডাবরির মুসলিমচর এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মতিয়ার শেখ(২২)। নিজের বাড়িতে মতিয়ারকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। শারিরীক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মতিয়ারকে মৃত বলে ঘোষণা করেন। কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা ময়নাতদন্তে করায়।