কৃষ্ণনগর ১: প্যাসেঞ্জার ট্রেন চালু হওয়ার প্রথম দিনেই আমঘাটা স্টেশন এবং আমঘাটা স্টেশন টিকিট কাউন্টারে উপচে পড়লো ভিড়
প্রসঙ্গত আজ থেকে চালু হলো কৃষ্ণনগর আমঘাটা যাত্রীবাহী ট্রেন পরিষেবা। সকাল থেকেই আমঘাটা রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ ১৫ বছর পর রেল পরিষেবা চালু হওয়ায় খুশির জোয়ার। আজ সকালে আমঘাটা টিকিট কাউন্টারে এবং আমুঘাটা স্টেশনে উপচে পড়লো ভীর যাত্রীদের। রেল সূত্রে জানা যায় প্রতিদিন সকাল দুপুর এবং রাত্রে চলবে ট্রেন।