কুমারগ্রাম: পূর্ব চকচকায় সেচ নালার ভাঙন রোধে বাঁধ নির্মাণকাজের সূচনা হল
বুধবার ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকচকা এলাকায় একটি বাঁধ নির্মাণকাজের সূচনা হল। সেচ নালার ভাঙন রোধে ৬ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে সেচ বিভাগ ৯০ মিটার বাঁধ তৈরি করবে। ফিতে কেটে বাঁধ নির্মাণকাজের সূচনা করেন জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব তির্কি, গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি কৌশিক দাস সহ অন্যরা।