আলিপুরদুয়ার ২: যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে লাগানো এলইডি টিভিতে ছবি দেখা যায় না
ঢাক ঢোল পিটিয়ে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে রোগীদের জন্য এলইডি লাগানো হয়েছিল। বেশ কয়েকদিন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নানারকম সচেতনতার বার্তা শোনা যেত এলইডি টিভি থেকে দেখা যেত নানারকম দৃশ্য স্বাস্থ্য সংক্রান্ত। এখন আর কিছুই দেখা যায় না এমনটাই দেখা গেল সোমবার বিকেল চারটে নাগাদ যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে গিয়ে। বেশ কয়েকটি এলইডি টিভি রয়েছে গ্রামীণ হাসপাতালে। পুরুষ কক্ষে ছাড়াও বিভিন্ন জায়গায় লাগানো ছিল সেই এলইডি টিভি গুলো।