পাঁশকুড়ায় গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ে ছাই বাড়ি গতকাল রাতে।সেই বাড়ি পরিদর্শনে রবিবার বিকালে পাঁশকুড়া ব্লক INTTUCসভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাঁশকুড়া থানার আটবেড়িয়া গ্রামে ভাস্কর বাগ নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়ি ভস্মীভূত হয়।যদিও কোন প্রানহানীর ঘটনা না ঘটলেও বাড়ি সম্পর্ণ ভস্মীভূত হয়।কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। রবিবার বিকেল তিনটা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত বাড়িতে পরিদর্শনে পাঁশকুড়া ব্লকের INTTUCব্লক সভাপতি মুফলেশুর দত্ত সহ অন্যান্যরা।