কৃষ্ণনগর ১: সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে কৃষ্ণনগরে জাতীয় পতাকা হাতে পদযাত্রা অনুষ্ঠিত হলো
সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার উদ্যোগে মঙ্গলবার কৃষ্ণনগরে একতা পদ যাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রা সিংহভাগে উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য জেলা নেতৃত্ব ও শতাধিক দলীয় কর্মী সমর্থকেরা। এদিন কৃষ্ণনগর শহরের রাজপথে ভারতবর্ষের জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।