আজ শালতোড়া বিধানসভার ৪ নাম্বার মন্ডলের লছমনপুর অঞ্চলের সগড়্যা গ্রাম থেকে লক্ষণপুর মোড় যাবার রাস্তার বেহাল অবস্থার জন্য সমস্ত পাসা পাসি গ্ৰামের পথ চলতি মানুষের যাতায়াতের খুবই অসুবিধা। তাই আজ শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি পাশাপাশি গ্রামের মানুষদের নিয়ে বিক্ষোভ করেন।