তেহট্ট ১: বেতাই দক্ষিণ জিৎপুর গলায় দড়ি দিয়ে মৃত্যু হল,এক বৃদ্ধর
গত রবিবার বিকেল আনুমানিক চারটের সময় বেতাই দক্ষিণ জিৎপুরের বাসিন্দা তথা বৃদ্ধ নৃসিংহ হালদার, বযস ৭১ অজ্ঞাত কারণে বাড়িতে গলায় দড়ি দেন পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসে তেহট্ট মহকুমা হাসপাতালে। এরপরে গলায় দড়ি দিয়ে মৃত নৃসিংহ হালদারের মৃতদেহ সংরক্ষণের জন্য রাখা হয় তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে।