শান্তিপুর: গৌরাঙ্গ সেতু বন্ধ থাকার প্রভাব পড়ল শান্তিপুরে, যানবাহনের লম্বা লাইন কালনা এবং গুপ্তিপাড়া ফেরি ঘাটে
Santipur, Nadia | Nov 18, 2025 নবদ্বীপের গৌরাঙ্গ সেতু বন্ধ থাকার কারণে তার প্রভাব পড়ল শান্তিপুরে। বড় ছোট এবং মাঝারি যানবাহনের লম্বা লাইন শান্তিপুরের দুই গুরুত্বপূর্ণ ফেরিঘাট কালনা এবং গুপ্তিপাড়ায়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই গাড়ি গুলি কে। পূর্ব বর্ধমান, কালনা এবং হুগলি যোগাযোগের একমাত্র ওভারব্রিজ ছিল নবদ্বীপে। বেশিরভাগ যানবাহন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু দিয়ে যাতায়াত করতো। সেই সেতু সমস্যা জনিত কারণে এবং মেরামতের জন্য বেশ কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন