রাইপুর: সোমবার থেকে মৌলাশোল গ্রামে শুরু হল বাসন্তী পূজা।
Raipur, Bankura | Apr 16, 2024 আজ থেকে শুরু বাসন্তী পূজা। সোমবার রাইপুর ব্লকের বারিকুল থানার অন্তর্গত মৌলাশোল গ্রামে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজা। সকালে খোল কৃতন সহ যোগে আনা হয় মঙ্গলঘট, বেলা বারোটার থেকে শুরু হয় সপ্তমীর পুজো অর্চনা। আজ আনুমানিক সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সন্ধ্যা আরতির পর রাত্রী আটটা থেকে শুরু হয় সংস্কৃতিক অনুষ্ঠান।