গোপীবল্লভপুর ২: নোহাটিকরিতে মনসা পূজায় উপচে পড়া ভিড়, পুজো উপলক্ষে সাপের খেলায় মাতল গোটা গ্রাম
গোপীবল্লভপুর ২ নং ব্লকের নোহাটিকরি গ্ৰামে রবিবার বিকেলে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী মনসা পূজা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনা হয় মনসা ঠাকুরের ঘট। ঢাকের তালে, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র গ্রামাঞ্চল। পূজা উপলক্ষে আয়োজিত সাপের খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমায় অসংখ্য মানুষ। উৎসবের আমেজে নোহাটিকরি গ্রাম পরিণত হয় রঙিন মেলামাঠে। প্রতিবছরের মতো এবছরও মনসা পূজাকে ঘিরে আনন্দে মেতে উঠেছে সমগ্র এলাকা।