কোচবিহার ১: SIR এর কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে BLO, কোচবিহার বেসরকারি নার্সিংহোমে মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য
রাজ্য জুড়েই চলছে এসআইআর প্রক্রিয়া। এরই মাঝে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বুথ লেভেল অফিসারের। এই ঘটনায় চাঞ্চলের ছড়ায় কোচবিহারে। মৃত বি এল ওর নাম ললিত অধিকারী। জানা গেছে গতকাল সন্ধ্যায় এস আই আর এর কাজ ছেড়ে শীতলকুচি থেকে মাথাভাঙ্গা ফেরার পথে ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের এক বেসরকারি নার্সিংহোমে আনলে সেখানেই তার মৃত্যু হয়।