তালড্যাংরা: তালডাঙ্গরা বিরসা মুন্ডার সার্ধশতবর্ষপূর্তি ও জয়জোহার মেলার উদ্বোধন হলো আজ, উপস্থিত রাজ্য খাদ্যপ্রতিমন্ত্রী ও জেলা সাংসদ
সিমলাপাল ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিরসা মুন্ডার সার্ধশতবর্ষপূর্তি উদযাপন ও জয় জোহার মেলার শুভ উদ্বোধন হল আজ। এইদিন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী সহ বাঁকুড়া জেলার সাংসদ অরূপ চক্রবর্তী প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তালডাঙ্গরা বিধানসভার তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু।