নানুর: ভেজাল ঔষধের বাড় বাড়ন্ত ঠেকাতে কীর্ণাহারে জন সচেতনতার কর্মসূচি পালন
Nanoor, Birbhum | Nov 23, 2025 ঔষধের গুণগতমান নিশ্চিত করতে ও ভেজাল ঔষধের বাড় বাড়ন্ত ঠেকাতে এবার রাস্তায় নামলেন কীর্ণাহারে ঔষধ ব্যবসায়ীরাও। রবিবার সকালে প্লাকার্ড নিয়ে সমগ্র জেলার পাশাপাশি বীরভূমের কীর্ণাহারেও দেখা যায় এই কর্মসূচি। জন সচেতনতার জন্যই এই কর্মসূচি বলে জানান ঔষধ ব্যবসায়ীরা।উল্লেখ্য, দেশ ও রাজ্যে মাঝে মধ্যেই ধরা পড়ছে বিপুল পরিমাণের জাল ঔষধ। এমনকি গুণগতমানের পরীক্ষায় ফেল হওয়ার খবর প্রকাশ আসছে নামি দামি কোম্পানির ঔষধ। আর এ নিয়েই ক্ষোভ এখন দেশ জুড়ে।