আরামবাগ: প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে আরামবাগে DM,SDO'র উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক,সেতু নিয়েও হয় আলোচনা
প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে আরামবাগ SDO অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল।হুগলি জেলার DM ও আরামবাগ SDO উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে মহকুমার ছ’টি ব্লকের BDO-সহ নানা স্তরের প্রশাসনিক আধিকারিকরা যোগ দেন।সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি,তহবিলের ব্যবহার এবং চলমান উন্নয়নমূলক কাজগুলির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।আরামবাগের রামকৃষ্ণ সেতুর বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হয়।ইতি মধ্যেই আরামবাগে বিকল্প একটি সেতুর ডিজাইন আঁকা হয়েছে।