আরামবাগ: অন্ধ ভক্ত,রাঁচিতে মাঠে ঢুকে বিরাট কোহলির পা ছুঁয়ে পুলিশের হাতে আটক আরামবাগের যুবক
রাঁচিতে মাঠে ঢুকে বিরাট কোহলির পা ছুঁয়ে আটক আরামবাগের শৌভিক মুর্মু।জানা গেছে,গতকাল রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন আরামবাগের মধুপুরের বাসিন্দা শৌভিক।জানা যায়,শৌভিক বিরাট কোহলির ভক্ত।একবার পা ছুঁয়ার অনেক বার চেষ্টা করেছে সে।সাইকেল নিয়ে চেন্নাই গিয়ে সাক্ষাৎ না হওয়ায় ফিরে এসেছিল।রাঁচিতে তার স্বপ্ন পূরণ হল।ঘটনার পর নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে সরিয়ে নিয়ে যায়।পুলিশ তাকে আটক করে।গতকাল খবর পাওয়ার পর থেকে উদ্বিগ্নে পরিবার।