পাঁশকুড়া: সোমবার বিকেলে পাঁশকুড়া ব্লকে জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের BDO
পাঁশকুড়া ব্লক প্রশাসন সূত্রে খবর,এখন গ্রীষ্মকাল চলছে। সামনেই বর্ষাকাল আর এই গ্রীষ্মকালে মাঝেমধ্যেই কালবৈশাখী ঝড়ের দাপট দেখা দেয়। এই ধরনের কোন দুর্যোগ ঘটলে, কিভাবে তা মোকাবেলা করতে হবে সেই বিষয়ে সোমবার বিকেল পাঁচটায় বৈঠক হয়, এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের BDO অমিত কুমার মন্ডল,জয়েন্ট BDO তনয় লাহা ,পলাশ পোদ্দার,BDMO নির্মল সামন্ত সহ ব্লকের আধিকারিক, দমকল বিভাগ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, গ্রাম পঞ্চায়েতের EA,NS,।