হরিহরপাড়া: SIR নিয়ে আতঙ্কিত থাকায় বইমেলায় ভাটা পড়েছে! হরিহরপাড়ায় পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো বইমেলা
SIR নিয়ে আতঙ্কিত বা ভারাক্রান্ত থাকায় এবারে বইমেলায় ভাটা পড়েছে। হরিহরপাড়ায় ১২ তম বইমেলা গুণীজন ও অন্যান্য পুরস্কারের মধ্যে দিয়ে সমাপ্তি। রবিবার রাত ১১টা শেষ হলো ১২ তম বইমেলা।বই মেলার শেষ দিনে বইমেলা মঞ্চে গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হল। এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, একাধিক স্কুলের শিক্ষক, সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। গত ১৯ শে নভেম্বর হরিহরপাড়া ফুটবল ময়দানে হরিহরপাড়া জনকল্যাণ সমিতির আয়োজিত ১২ তম বইমেলার উদ্ব