জলপাইগুড়ি: চ্যাংড়াবান্ধায় পণ্যবাহী ট্রাক থেকে কখনও বস্তা আবার কখনও পাথর পড়ছে রাস্তায়, দেখার কেউ নেই!
চ্যাংড়াবান্ধায় পণ্যবাহী ট্রাক থেকে কখনও বস্তা আবার কখনও পাথর পড়ছে রাস্তায়, দেখার কেউ নেই! বাংলাদেশ থেকে আসা পণ্যবোঝাই ট্রাকগুলির অতিরিক্ত বোঝাই ও অসাবধানতা নিয়ে আবারও সামনে এল প্রশ্ন। রবিবার বিকেলে চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড়ের মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় “ঢাকা মেট্রো ট–১৮–৮৭৪৮” নম্বরের একটি ট্রাক থেকে চলন্ত অবস্থায় রাস্তায় পড়তে দেখা যায় বেশ কিছু পণ্য। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রাকটিতে অতিরিক্ত মাল বোঝাই ছিল এবং পণ্যগুলো সঠিকভাবে বাঁধা ছিল না।