ওন্দা: ওন্দা যুব সমাজের পরিচালনায় ওন্দায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির
Onda, Bankura | Apr 21, 2024 ওন্দা যুব সমাজের পরিচালনায় ওন্দা ব্লকের ওন্দায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির । এই রক্তদান শিবিরের ফলে জেলাল কিছুটা হলেও কমবে রক্ত সংকট । তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সকল শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।