শিশু সন্তানকে ব্যাপক মারধর করে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মানিকচক থানার নুরপুর এলাকায়। জঙ্গল এর কাছ থেকে শিশু সন্তানের কান্নার আওয়াজ পেয়ে কর্তব্যরত ভলেন্টিয়ার তাকে উদ্ধার করে। প্রায় চার বছর বয়সে ঐ পুত্র সন্তানের সরাসরি একাধিক আঘাতের চিহ্ন রয়েছে চোখেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গোটা ঘটনায় ওই শিশু সন্তানকে উদ্ধার করার পর স্থানীয় বাসিন্দারা তার কোন পরিচয় জানতে পারেনি। ঘটনায় ক্ষোভ এলাকাবাসীর।