পাঁশকুড়া: শিয়রে লোকসভা নির্বাচন, IC ও BDO-র যৌথ উদ্যোগে পাঁশকুড়া থানা এলাকায় CAPF বাহিনীকে নিয়ে রুটমার্চ
লোকসভা নির্বাচনকে দোরগোড়ায় রেখে পাঁশকুড়া থানার IC ও BDO-র যৌথ উদ্যোগে CAPF বাহিনীকে নিয়ে শুক্রবার বিকেল চারটে নাগাদ পাঁশকুড়া থানা এলাকায় রুটমার্চ করা হল। পাশাপাশি, ভোটারদের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোট দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তারা। উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার IC সমর দে, পাঁশকুড়া ব্লকের BDO অমিত কুমার মণ্ডলসহ একাধিক পুলিশ আধিকারিক। লোকসভা নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রুটমার্চ করা হয়।