ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন ইটাহার হাই স্কুল মাঠে খেলার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। ক্রিড়া প্রতিযোগিতার শুরুতে ইটাহার শদর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে। এরপর স্কুলের পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সাহানাজ পারভিন, স্কুলের পরিচালন কমিটির সভাপতি পূজা দাস সহ অন্যরা।