ঘাটাল: ঘাটাল পৌর এলাকা - হরিশপুর খেয়া ঘাট পর্যন্ত হবে কংক্রিটের জলঘেরি বাঁধ,জায়গা ঘুরে দেখলেন জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা
ঘাটাল মাস্টার প্ল্যানে শিলাবতী নদীর পূর্ব পাড়ে তৈরি হবে কংক্রিটের জলঘেরী বাঁধ। সেই জলঘেরী বাঁধের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। ঘাটাল পৌর এলাকা থেকে হরিশপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার শিলাবতী নদীর পূর্ব পাড়ে তৈরি হবে কংক্রিটের জলঘেরী বাঁধ। বন্যার সময় এই বাঁধের ফলে উপকৃত হবে ঘাটালের ৮১ মৌজা ও দাসপুর এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ।