কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরের সব থেকে বড় কার্তিক পুজো বাঘাডাঙ্গা ক্লাব বন্ধু-বান্ধবের, ৬৫ বছরে পদার্পণ পূজোর, পূজোর বাজেট ১লক্ষ৮০ হাজার
ক্লাব সদস্য ও এলাকাবাসীদের আর্থিক অন করলে সুবিশাল প্রতিমা ও আলোকসজ্জা সহ নানা ধরনের বাদ্যযন্ত্র সহকারে কার্যতম মহাসমার হয়ে পূজোটি সম্পন্ন হয় এ বছর। পূজোর শেষে সাং এর মাধ্যমে কার্তিক ঠাকুরের প্রতিমা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন যাত্রায় অংশগ্রহণ করবে। পাশাপাশি কদমতলা ঘাটে প্রতিপালন করা হবে বলে জানান পূজো উদ্যোক্তারা। পূজোর সূচনাকালে সাধারণভাবে হলেও বর্তমান ক্লাব সদস্যরা এই পূজাটিকে আরো নতুনত্ব রূপদান করেছেন।