বারাসাত ১: এসি লোকাল দাঁড়ানোর খুশিতে বেলুন দিয়ে সাজানো হলো বামনগাছি রেল স্টেশন
অবশেষে দীর্ঘদিনের বহু আন্দোলন আবেদনের পর 22 শে নভেম্বর অর্থাৎ শনিবার ভারতীয় পূর্ব রেলের শিয়ালদা বনগাঁ শাখার বামনগাছি রেল স্টেশনে প্রথমবারের জন্য দাঁড়াতে চলেছে এসি ট্রেন, এসি ট্রেনের টিকিট কাটতে ভিড় জমিয়েছে বহু সংখ্যক রেল যাত্রী শনিবার সকাল থেকেই সাজ সাজে রবে সেজে উঠলো উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছি রেলস্টেশন রেল যাত্রী থেকে স্থানীয় বাসিন্দা সকলে একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে সাজালেন গোটা স্টেশন চত্বর, শনিবার সকাল আটটা নাগাদ বামুনগাছিতে সেই ছবি নজর