আলিপুরদুয়ার ১: ছেলের হাতে খুন বাবা অভিযুক্তকে গ্রেফতার করলো আলিপুরদুয়ার পুলিশ
ছেলের হাতে খুন হলো বাবা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার থানার পশ্চিম বড়চৌকি এলাকায়। ৬০ বছরেররামনাথ সরকারের মৃতদেহ ময়নাতদন্ত করা হবে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে এমনটাই জানা গেছে মৃত ব্যক্তির ছেলে জগৎ সরকারের কাছ থেকে রবিবার বেলা দুটো নাগাদ। শনিবার রাতে তার বাবা রামনাথ সরকারকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে । মৃত রামনাথ সরকারের বয়স ৬০ বছর । জানা গেছে দীর্ঘ দিন যাবৎ মাধব নেশাগ্রস্ত অবস্থায় থাকতো । তাছাড়া মাঝেমধ্যেই বাড়িতে অশান্তি করতো।