খানাকুল ১: গ্যাস সিলিন্ডার বাস্ট করে কেঁপে উঠল এলাকা, মুচিঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 3টি দোকান
ভয়াবহ অগ্নিকাণ্ড খানাকুলের মুচিঘাটা এলাকায়।সেলেন্ডার বাস্ট করে কেঁপে উঠল এলাকা।জানা গেছে,গত রাতে চায়ের দোকানে প্রথমে আগুন লাগে।দোকানে থাকা গ্যাস সেলেন্ডার বাস্ট করে মুহূর্তে ছড়িয়ে পরে আগুন।পাশে থাকা আরও দুটি দোকানে আগুন লেগে যায়।স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় এদিন ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষনে আগুনে পুরে যায় এলাকার তিনটি দোকান।দুজন আগুন পুরে জখম হয়েছে।শর্ট-সার্কিট থেকেই আগুন লাগে বোলে অনুমান।যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছেন খানাকুল থানার পুলিশ।