বারাসাত ১: এনুমারেশন ফর্ম সংগ্রহ ও অনলাইন আপডেট করতে নাজেহাল বারাসাতের BLO -রা !
একুশে নভেম্বর অর্থাৎ শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত অধীনস্থ ২১০ নম্বর পাঠের দীঘা সারদা পল্লী এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনোমালেশান ফ্রম সংগ্রহ করতে দেখা যায় বিয়ে হল এবং বি এল এদের, তবে ফরম সংগ্রহ এবং তার সমস্ত আপডেট অনলাইনে সাবমিট করা সবমিলিয়ে নাজেহাল পরিস্থিতির শিকার বিএল ওরা , পাশাপাশি বি এল ওদের অভিযোগ অনেক ক্ষেত্রেই ভোটার এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি অথবা য