আরামবাগ: ৩৭ লাখ টাকা খরচ করে ৭নং ওয়ার্ডে'হাউস ফর অল'প্রকল্পে তৈরী বাড়ি বর্তমানে নেশার আঁতুরঘর,কটাক্ষ বিধায়কের
'হাউস ফর অল'প্রকল্পে তৈরী বাড়ি নেশার আঁতুরঘর।চারিদিকে মল মূত্র ও পানের পিক।ঘটনা আরামবাগ পৌরসভার ৭নং ওয়ার্ডের।জানা যায়,১০টি পরিবারের জন্য ২০১৫-১৬ সালে প্রায় ৩৭ লাখ টাকা খরচ করে'হাউস ফর অল'প্রকল্পে বাড়ি তৈরী করেছিল পৌরসভা।অভিযোগ,বাড়ি হলেও সেখানে যাওয়ার রাস্তা তৈরী হয়নি আজও।নেই জল ও বিদ্যুৎ সংযোগ।ফলে বাড়িতে যেতে পারেনি পরিবার গুলি।বর্তমানে সেই বাড়ি নেশার আঁতুরঘরে পারিণত হয়েছে।পুরপ্রধান ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কটাক্ষ করেছেন আরামবাগের বিজেপি বিধায়ক।