গোঘাট ১: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বেঙ্গাই পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভ,প্রধানের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ #jansamasya
বাম আমলে তৈরী বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীর।ঘটনায় গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েত উত্তেজনা ছড়ায়।জানা গেছে,পঞ্চায়েতের তামলি পুকুরের পাড় থেকে সবুজ সাথী স্টোর পর্যন্ত রাস্তা বেহাল।বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।পঞ্চায়েতে জানিয়েও কাজ হয়নি,এদিন প্রধানের কাছে গেলে তিনি টাকার দাবি করেন বলে অভিযোগ।উত্তেজিত হয়ে ওঠেন গ্রামের মানুষ।গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায়।উপপ্রধানের আশ্বাসে বিক্ষোভ ওঠে।অভিযোগ অস্বীকার করেছে প্রধান।