হাঁসখালি: SIR ফর্ম পূরণ হচ্ছে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি বলছেন সাংসদ জগন্নাথ সরকার।
SIR এর কাজ হচ্ছে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করা। বললেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার । যারা ভারতের নাগরিক তারাই নির্বাচন কে কেন্দ্র করে ভোট দেবে তাদের পছন্দের দল কে জেতাবে । যারা বিরোধিতা করেছে তাঁরা দেশ বলে আক্ষা দেন তিনি ভারতীয় জনতা এন ডি এ মোদিজির নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে তাই বিহার নির্বাচন তা বুঝিয়ে দিয়েছেন। আজ বৈকাল তিনটে নাগাদ কি জানালেন সাংসদ জগন্নাথ সরকার শুনাবো আপনাদের।