ওন্দা: সাহাপুরে সাংসদ তহবিল থেকে নবনির্মিত কমীযউনীটি হলের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
Onda, Bankura | Nov 16, 2025 আজ ওন্দা বিধানসভার সাহাপুরে সংসদ তহবিল থেকে নবনির্মিত কমিউনিটি হলের ফিতে কেটে শুভ উদ্বোধনে করলেন বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খাঁ।এই কমিউনিটি হল ভবিষ্যতে স্থানীয় মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান সাংসদ। সাহাপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।