বোলপুর-শ্রীনিকেতন: বকুলতলার সোনাদা, এক ঠেলা ভ্যানের ঘুগনি দোকানেই গড়ে উঠেছে স্মৃতির পাহাড়
কারোর কাছে সোনা দা, কারোর কাছে আবার সোনা কাকু, দাদু। দীর্ঘ ৪০ বছর ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যভূমি শ্রীনিকেতনের বকুলতলায় কাটাচ্ছেন সনাতন ধারা। যাকে আমরা সকলেই চিনি সোনা দা নামে। সোনাদার রুটিরুজি বলতে একটি ঠেলা ভ্যানের উপর মুড়ি ঘুগনির দোকান। মাথার উপর ছাদ বলতে শুধুমাত্র এক চিলতে আকাশ। প্রকৃতির কোলে সোনাদার ঘুগনির দোকান। যে দোকান আজও বিশ্বভারতীর শিক্ষাসত্র ইস্কুলের ছাত্র-ছাত্রী মাস্টার মশাইদের খাওয়ার একমাত্র প্রতিষ্ঠান। যেখানে আপনি গেলেই পাবেন ঝ