তুফানগঞ্জ ১: রাসায়নিক সারের কালোবাজারি রুখতে এবং ন্যায্যমূল্যে সার বিক্রির দাবিতে নাটাবাড়ি বাজারে রাজ্য সড়ক অবরোধ AIKKMS র
সোমবার নাটাবাড়ি বাজার এলাকায় এ আই কে কে এম এস এর তরফে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চাষীরা। অভিযোগ কতিপয় ব্যবসায়ী কালোবাজারি করে রাসায়নিক সারের অত্যাধিক দাম নিচ্ছে এবং ন্যায্যমূল্যে বিক্রি করছে না। পাশাপাশি অন্যান্য কীটনাশক সার নিতে বাধ্য করা হচ্ছে। সর্বস্বান্ত হয়ে পড়ছে। এরই প্রতিবাদে স্থানীয় চাষীরা এআইকে কে এম এস এর তরফে বিক্ষোভ সামিল হন।