গড়বেতা ২নং ব্লকের গোয়ালতোড় থানার অন্তর্গত হুমগড় বনবিভাগের সাতরাখুলার জঙ্গলে দেখা মিলল সূর্যশিশির নামক মাংসাশী উদ্ভিদের,বুধবার সেই খবর ছড়িয়ে পড়তে ওই উদ্ভিদটিকে দেখার জন্য যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে স্থানীয় মানুষজন ও গাছ প্রেমীদের মধ্যে,ইতিমধ্যেই বনদপ্তরের তরফ থেকে ওই মাংসাশী উদ্ভিদটির উপর নজরদারি রেখেছে। জানা গিয়েছে ওই উদ্ভিদটির পাতাগুলো ছোট,গোলাকার এবং আঠালো গ্রন্থিতে আবৃত থাকে,যা পোকামাকড়কে আটকে ফেলে এবং হজম করে পুষ্টি সংগ্রহ করে।