তেহট্ট ১: তেহট্ট মহকুমা হাসপাতালে নিরাপত্তা বিষয়ে খতিয়ে দেখতে তেহট্ট মহাকুমা হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন তেহট্ট মহকুমা SDPO
বুধবার দুপুর দুটোর সময় তেহট্ট মহকুমা হাসপাতালের নিরাপত্তা বিষয়ে খতিয়ে দেখতে তেহট্ট মহকুমা হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন,তেহট্ট মহকুমার SDPO শুভতোষ সরকার। হাসপাতাল চত্তর পরিদর্শনকালে,তেহট্ট মহকুমার SDPO ছাড়া উপস্থিত ছিলেন তেহট্ট মহকুমা হাসপাতালের সুপার ডঃ বাপ্পা ঢালী,তেহট্ট থানার IC ও তেহট্ট ফায়ারের ইন্সপেক্টর।