জলপাইগুড়ি: বাবার মৃত্যুতেও থামেনি দায়িত্ব পালন, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন নন্দনপুর–বোয়ালমারীর বিএলও-র
বাবার মৃত্যুতেও থামেনি দায়িত্ব পালন, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন নন্দনপুর–বোয়ালমারীর বিএলও-র। বাবার মৃত্যু শোক এখনও তাজা। তবুও দায়িত্ব থেকে সরেননি তিনি। গুরুদশার মধ্যেই এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ কাজে অনড় থেকে এক নজির গড়লেন জলপাইগুড়ি ব্লকের নন্দনপুর বোয়ালমারী গ্রাম পঞ্চায়েতের ১৭/২১৯ নম্বর বুথের বিএলও ও প্রাথমিক শিক্ষক বিরাজ কুমার সরকার। বিএলও-র দায়িত্বকে অনেকেই ‘বড় বালাই’ বলে থাকেন। এই কাজের বাড়তি চাপ সামলাতে গিয়ে অনেকে ভেঙে পড়েন, অসুস্থ হয়ে পড়েন—