রাজগঞ্জ: টেন্ডার হয়ে যাওয়া দ্রুত রাস্তার কাজ চালু করার দাবিতে মালবাজারে পূর্তদপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ তেশিমিলার বাসিন্দাদের
মালবাজার থেকে বড়দিঘি পর্যন্ত রাস্তার কাজ দ্রুত চালু করার দাবিতে শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মালবাজারে পূর্ত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো তেশিমিলা এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ এই রাস্তার কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ করার পর গত ১৪ নভেম্বর মন্ত্রী বুলুচিক বড়াইক রাস্তার কাজের শিলান্যাস করেন। কিন্তু এরপরও কাজ শুরু হয়নি।তাই এলাকার বাসিন্দারা এদিন এসে পূর্তদপ্তরের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে।