হরিণঘাটা: হরিণঘাটা পৌরসভার উপ পৌরপতি দায়িত্ব ভার গ্ৰহন করলেন আজিজুল হক।
হরিণঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আজিজুল হককে পৌরসভার উপ পৌরপতির দায়িত্ব সামলাতে হবে। গত কয়েক দিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়। আজ তিনি হরিণঘাটা পৌরসভার উপ পৌরপতির দায়িত্ব নেন। প্রথম দিন দায়িত্ব ভার গ্ৰহন করে আজ বৈকাল চারটে নাগাদ সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন শুনাবো আপনাদের।