বারাসাত ১: বামনগাছিতে সাপ আতঙ্ক, গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার এক জোড়া বিষধর রাসেল ভাইপার, চাঞ্চল্য গোটা এলাকায়
বামনগাছিতে সাপ আতঙ্ক, এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার জোড়া রাসেল ভাইপার, ঘটনা সূত্রে জানা যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বামনগাছি মালিয়াকুর দাসপাড়ায় এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় দুটি বিশাল আকার বিষধর রাসেল ভাইপার, বদলেছে আবহাওয়া তাই সমস্ত প্রাণী দের মত একটু গরম জায়গা খুঁজতে বেরিয়ে পড়েছে বিষধর সরীসৃপেরাও, মাঠ ঘাঠ ছেড়ে তাই এরা ঢুকে পড়ছে গৃহস্থের বাড়ির আনাচে-কানাচে, রবি